পিথোরগড়, ২০ জুলাই (হি.স.): মেঘভাঙ্গা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের পিথোরগড় জেলা। উত্তরাখণ্ডের পিথোরগড় জেলার বঙ্গাপানি তালুকার অন্তর্গত মেদকোট গ্রামে প্রবল বর্ষণে একটি বাড়িতে ধস নেমে মৃত্যু হয়েছে ৩ জনের। এছাড়াও মেদকোট গ্রাম সংলগ্ন পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা ৮ জন নিখোঁজ। ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে, যাঁরা নিখোঁজ তাঁদের খোঁজ চালানো হচ্ছে।
পিথোরগড় জেলার জেলাশাসক ভি কে যোগদাণ্ডে জানিয়েছেন, প্রবল বর্ষণের জেরে রবিবার গভীর রাতে মেদকোট গ্রাম ও সংলগ্ন পার্শ্ববর্তী গ্রামে ধস নামে। মেদকোট গ্রামেই বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে ৩ জনের, পার্শ্ববর্তী গ্রামগুলিতে ৮ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি।
প্রবল বর্ষণের জেরে পিথোরগড় জেলায় গোরি নদীর জলস্তর বেড়ে গিয়েছে, মুনস্যরিতে তলিয়ে গিয়েছে ৫টি বাড়ি। ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে নিয়ে যায় হয়েছে।