নয়াদিল্লি, ১৩ জুলাই (হি. স.): জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ক্রমাগত সংঘর্ষবিরতি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান।এমন পরিস্থিতিতে দু’দিনের সফরে জম্মু ও কাশ্মীরে এসেছেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারওয়ানে। সোমবার জম্মু পৌঁছন সেনাপ্রধান। নিয়ন্ত্রণ রেখায় থাকা ভারতীয় সেনাবাহিনীর ছাউনিগুলি নিরীক্ষণ করেন সেনাপ্রধান সংঘর্ষবিরতি লঙ্ঘন এবং জঙ্গী অনুপ্রবেশের বিরুদ্ধে সেনাবাহিনীর অবস্থান যে জিরো টলারেন্স সেটা ফের মনে করিয়ে দিয়েছেন সেনাপ্রধান।
এদিন সেনাপ্রধান জানিয়েছেন, প্রতিরক্ষা এজেন্সিগুলো সতর্ক রয়েছে। পাকিস্তানের প্রতিটা গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। প্রতিবেশী পাকিস্তান ছায়া যুদ্ধ চালিয়ে যাওয়ার মনঃস্থির করেছে। এর মোকাবিলায় আমাদের জওয়ানরা প্রতিরোধ গড়ে তুলবে।
এদিন জম্মু পৌঁছে টাইগার ডিভিশনের ১৬ নম্বর কোরের বরিষ্ঠ সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান।জম্মু পাঠানকোট সেক্টরে প্রহরারত সেনাবাহিনীর অবস্থান নিয়ে নিরীক্ষণ করেন সেনাপ্রধান।এদিন সেনাপ্রধানকে জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর যাবতীয় কার্যাবলী সম্পর্কে অবগত করান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।