নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ আগামী১৮ জুলাই সোনামুড়া পৌঁছবে ছোট জাহাজ৷ এ জন্য প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে৷ রবিবার সোনামুড়া মহকুমা শাসক প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে সোনামুড়া নৌবন্দর পরিদর্শন করেছেন৷বর্তমানে সুনামুরা নৌবন্দরে চলেছে যাবতীয় প্রস্তুতির কাজ৷ মহকুমা প্রশাসক যাবতীয় প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখেছেন৷ প্রশাসনিক প্রস্তুতিতে যেসব ঘাটতি রয়েছে সেগুলো খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিচ্ছেন মহকুমা শাসক৷
উল্লেখ্য যাবতীয় জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১৮ জুলাই সোনামুড়া নৌবন্দরের করবে বাংলাদেশ থেকে আসা জাহাজ৷সোনামুড়া নৌবন্দরে গোমতী নদীতে জাহাজ অবতরণ করবে তা বহুদিন ধরেই স্বপ্ণ ছিল৷ সে স্বপ্ণ বর্তমানে বাস্তবায়িত হতে যাচ্ছে৷ সোনামুড়া এসডিএম জানান বাংলাদেশের পদ্মা মেঘনার বুক চিরে গতিতে আসছে নৌজাহাজ৷ আকারে খানিকটা ছোট হলেও স্বপ্ণ পূরণ করে ত্রিপুরার মাটিতে নোঙ্গর করবে জাহাজটি৷এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে মুখ্যমন্ত্রীর সহ বহু গণ্যমান্য ব্যক্তিগণ সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে৷ সেজন্যই প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সেরে নেওয়া হচ্ছে৷
ত্রিপুরার সঙ্গে নৌ বন্দরের যোগাযোগ স্থাপিত হলে অতি সহজেই নৌপথে ত্রিপুরায় বিভিন্ন পণ্য সামগ্রী পৌঁছে যাবে৷তাতে পণ্য পরিবহন খরচ অনেক কমে যাবে৷বিষয়টি দীর্ঘদিন ধরে স্বপ্ণ বলে মনে করা হলেও বর্তমানে সেটি বাস্তবায়িত হতে যাচ্ছে এটা রাজ্যবাসীর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি বলে অনেকে অভিমত ব্যক্ত করেছেন৷ সোনামুড়া নৌবন্দরে ছোট জাহাজ কে বরণ করতেসোনামুড়া বোমাবাজিসহ রাজ্যবাসী প্রস্তুত রয়েছেন৷ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সংবাদমাধ্যমগুলো মুখিয়ে রয়েছে৷

