গন্ডাছড়ায় একটি খুনের ঘটনার জেরে আতঙ্কে এলাকা ছেড়ে যাচ্ছেন প্রতিবেশীরা

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১২ জুলাই৷৷ ধলাই জেলার গন্ডাছড়া মহকমার মুসলিম পাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তিকে হত্যার ঘটনার পর থেকে ওই এলাকায় বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনরা চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন৷হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হওয়ার পর থেকে ওই এলাকায় নিরাপত্তার জন্য প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ৷ স্বাভাবিক কারণেই ওই এলাকায় বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন আতঙ্কে এলাকা ছেড়ে পালাতে শুরু করেছেন৷


গন্ডাছড়া মুসলিম পাড়ায় মোট ১৩ টি সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস৷ হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হওয়ার পর থেকে এখনও পর্যন্ত তিনটি সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবার এলাকা ছেড়ে পালিয়ে গেছেন৷ এখনো যারা এলাকায় বসবাস করছেন তারাও তল্পিতল্পা গুটিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন৷ স্থানীয় প্রশাসন সবকিছু জেনেশুনে কোন ব্যবস্থা নিচ্ছে না৷

ফলে মুসলিম পাড়ায় বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন রা অসহায় হয়ে পড়েছেন৷তারা তাদের জীবন জীবিকা নিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছেন৷অবিলম্বে গন্ডাছড়া মুসলিম পাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা না হলে ওই এলাকাটি জনমানবশন্য হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে৷