নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.): দেশের ঐক্য ও অখণ্ডতার স্বার্থে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ত্যাগ ও বলিদান সর্বদা দেশবাসীকে অনুপ্রাণিত করবে। শিক্ষা ও শিল্প ক্ষেত্রে উন্নতির জন্য উদ্ভাবনী কাজ করেছেন ডা. মুখার্জি। সোমবার ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে জন্মবার্ষিকীতে এভাবেই শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিন সকালে নিজের টুইটার হ্যান্ডেল অমিত শাহ লিখেছেন, ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রূপে দেশ এমন একজন দূরদর্শী নেতা পেয়েছে, যিনি ভারতের সমস্যার মূল কারণ অনুধাবন করে এবং স্থায়ী সমাধানের উপর জোর দিয়েছেন এবং শেষ পর্যন্ত সংগ্রাম করেছেন। সাংস্কৃতিক জাতীয়তাবাদ কেন্দ্রিক জনসঙ্ঘ এবং বর্তমানের বিজেপি, তাঁরই দূরদর্শিতার পরিণাম।’
অমিত শাহ টুইটারে আরও লেখেন, শিক্ষা ও শিল্প ক্ষেত্রে উন্নতির জন্য উদ্ভাবনী কাজ করেছেন ডা. মুখার্জি। কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ রাখতে এবং দেশের ঐক্য ও অখণ্ডতার জন্য তাঁর ত্যাগ ও বলিদান সর্বদা দেশবাসীকে অনুপ্রাণিত করবে।’

