এডিসি নির্বাচনের প্রাক্কালে জঙ্গী আনাগোনা, চাম্পাহাওয়রে ধৃত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই৷৷ এডিসি নির্বাচনের প্রাক্কালে রাজ্যে ফের একবার উগ্রপন্থী আনাগোনা৷ গ্রেপ্তার দুই সন্দেহভাজন এন এল এফ টি সক্রিয় সদস্য. তাদেরকে আটক করা হয় চাম্পাহাওর থানা এলাকা থেকে. ধৃতদের মধ্যে একজনের বাড়ি চাম্পহাওর থানা এলাকার রাম দেওয়ান চৌধুরীপাড়া৷ অপর জনের বাড়ি নাইল্লা বাড়ি এলাকা৷ গ্রেপ্তার দুজনের নাম নির্বাণ দেববর্মা ও সমরেশ দেববর্মা৷


ঘটনার বিবরণে জানা যায় বেশ কিছুদিন ধরে তুলাশিখর এলাকায় ব্যবসায়ীদের চাঁদার জন্য নোটিশ দেওয়া হয়৷ সেই সূত্র ধরে পুলিশ তদন্তে নামে৷ এই তদন্তক্রমে পুলিশ দুজনকে আটক করে শনিবার গভীর রাতে. নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়৷ রবিবার তাদেরকে এক দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে কোর্টে সোপর্দ করা হয়৷ যতটুকু জানা গেছে তাদেরকে একদিনের জন্য জেল হাজতে পাঠানো হয়েছে৷ সোমবার তাদেরকে ফের আদালতে সোপর্দ করা হবে৷

যতটুকু জানা গেছে তাদের সাথে যুক্ত রয়েছে আরও বেশ কয়েকজন৷ রাজ্যের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে চাম্পাহাউর থানা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷তবে ঘটনার বিষয়ে জেলা পুলিশ সুপার মুখ খুলতে নারাজ৷ চাম্পাহাউর থানার ওসি ও জেলা পুলিশ সুপারের অভিযানে তাদেরকে আটক করা হয়৷ এদিকে, এডিসি নির্বাচনের প্রাক্কালে জঙ্গী আনাগোনা বৃদ্ধিতে উপজাতি অধ্যুষিত এলাকায় বসবাসকারী জনমনে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে৷