গুয়াহাটি, ৫ জুলাই (হি.স.) : দীৰ্ঘদিনের লকডাউন। ফলে দূরপাল্লার যাত্ৰীবাহী ট্ৰেনগুলির বাতানুকূল (এসি) কামরার কৰ্মচারীরা চরম আৰ্থিক সংকটে পড়েছেন। বেসরকারি কোম্পানির অধীনে অসমের বিভিন্ন প্ৰান্তের প্ৰায় ৫০০ যুবক গত ৮ থেকে ১০ বছর ধরে এই কাজে নিয়োজিত। কিন্তু অতিমারি করোনার প্ৰকোপ ঠেকাতে গোটা দেশে জারিকৃত লকডাউনের জেরে গত চার মাস ট্ৰেন চলাচল বন্ধ। ফলে অৰ্থের অভাবে পরিবার প্ৰতিপালনে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন কৰ্মচারীরা।
লকডাউনের মধ্যে নিৰ্দিষ্ট কোম্পানির তরফ থেকেও তাঁরা কোনও ধরনের আৰ্থিক সাহায্য পাননি, জানিয়েছেন এই সকল কর্মচারীরা। সরকারের কাছ থেকেও কোনও ধরনের সহায়তা কিংবা আৰ্থিক সাহায্য পাননি। ভবিষ্যতে কৰ্মসংস্থান ফের কিনা, বা কবে নাগাদ হবে তা-ও একপ্ৰকার অনিশ্চিত।
তাছাড়া সংশ্লিষ্ট কোম্পানির কাছে বকেয়া বিভিন্ন খাতে ন্যায্য টাকাও তাঁরা এখন পৰ্যন্ত বের করতে পারেননি। বিষয়টি অবশ্য রেলওয়ের ঊৰ্ধ্বতন কৰ্তৃপক্ষকে জানিয়েছেন। এতেও এখন পৰ্যন্ত এ ব্যাপারে সদর্থক কোনও সাড়া মেলেনি বলে অভিযোগ করেছেন এসি কামরার কর্মচারীরা।

