টাইমস স্কোয়্যার, ৫ জুলাই (হি. স.):চিন বয়কটের ডাক আমেরিকাতেও, করোনা ভয়ের মধ্যেই বিক্ষোভ সমাবেশ টাইমস স্কোয়্যারে । ভয়াবহ করোনা সংক্রমণের ভয়ের মধ্যেই চিনের বিরোধিতা করার জন্য নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে জমায়েত হলেন কয়েকশো মানুষ।
করোনা ভয়ঙ্কর রূপ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে ১ লাখ ২৯ হাজার ৪৩৭ জনের মৃত্যু হয়েছে । শেষ পাওয়া পরিসংখ্যান বলছে, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রন্ত হয়েছেন ২৮ লক্ষ ৪৭ হাজার ৪৬৯ জন। কিন্তু এই পরিস্থিতিতেও চিনের বিরোধিতা করার জন্য নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে জমায়েত হলেন কয়েকশো মানুষ। জানা গিয়েছে, এই সমাবেশের বড় অংশই হলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। এছাড়াও ছিলেন আমেরিকায় বসবাসকারী ভারতীয় নাগরিকরা। তাঁদের সঙ্গে সামিল হন বহু তিব্বতী মানুষ। ছিলেন তাইওয়ান বংশভুক্ত আমেরিকানরাও।
বিক্ষোভকারীদের দাবি ছিল, ভারতে আগ্রাসন বন্ধ করতে হবে এবং তিব্বতকে স্বাধীনতা দিতে হবে। সেই সঙ্গে তাইওয়ানকে মুক্ত করতে হবে। এই জমায়েতের ডাক দেয় আমেরিকান ইন্ডিয়ান পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জগদীশ সেহওয়ানি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্ব নেতা হিসেবে বর্ণনা করে তাঁদের আরও কাছাকাছি আসার বিষয়টিকে গুরুত্ব দেন বিক্ষোভকারীরা।