নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ পঞ্চায়েতিরাজ ব্যবস্থায় উল্লেখযোগ্য কাজের জন্য স্বীকৃতি স্বরূপ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে ত্রিপুরা৷ দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার, নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রামসভা পুরস্কার এবং চাইল্ড ফ্রেন্ডলি গ্রাম পঞ্চায়েত পুরস্কার, এই তিনটি সম্মানে ভূষিত হয়েছে ত্রিপুরা৷
এ-বিষয়ে পঞ্চায়েত দফতরের অধিকর্তা বলেন, পঞ্চায়েতিরাজ ব্যবস্থায় উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি স্বরূপ ভারত সরকার রাজ্য পঞ্চায়েত সংস্থাগুলিকে ‘জাতীয় পঞ্চায়েত পুরস্কার-২০২০’’ পুরস্কারে ভূষিত করেছে৷ কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতির কারণে এ বছর জাতীয় স্তরের অনুষ্ঠান না করেই পঞ্চায়েতিরাজ মন্ত্রালয় তার নিজস্ব ওয়েবসাইটে পুরস্কার প্রাপক ত্রিস্তর পঞ্চায়েতের নাম প্রকাশ করেছে এবং পরবর্তী সময়ে রাজ্য সরকারকে চিঠির মাধ্যমে জানিয়েছে৷
তাঁর কথায়, এ বছর জাতীয় পঞ্চায়েত পুরস্কার-২০২০ হিসেবে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার পেয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ, সিপাহিজলা জেলার কাঠালিয়া এবং বিশালগড় পঞ্চায়েত সমিতি, মোহনভোগ ব্লকের মোহনভোগ গ্রাম পঞ্চায়েত এবং পশ্চিম ত্রিপুরা জেলার ঢুকলি ব্লকের খাস মধুপুর গ্রাম পঞ্চায়েত৷
তেমনি, নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রামসভা পুরস্কার পেয়েছে খোয়াই জেলার তেলিয়ামুড়া ব্লকের খাসিয়ামঙ্গল গ্রাম পঞ্চায়েত৷ চাইল্ড ফ্রেন্ডলি গ্রাম পঞ্চায়েত পুরস্কার পেয়েছে গোমতি জেলার অমরপুর ব্লকের মৈনাক গ্রাম পঞ্চায়েত৷ গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান পুরস্কার পেয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলার সাতচাঁদ ব্লকের গোয়াচান্দ নন্দীগ্রাম পঞ্চায়েত, বলেন তিনি৷
তাঁর দাবি, পঞ্চায়েত দফতর এক উজ্জ্বল ও ফলপ্রসূ ভবিষ্যৎ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আত্মবিশ্বাসী এবং কেন্দ্রীয় সরকার থেকে পুরস্কার এবং প্রশংসা প্রাপ্তিতে বদ্ধপরিকর৷ প্রধানমন্ত্রীর সব-কা সাথ সব-কা বিকাশ এই লক্ষ্যে অনুপ্রাণিত হয়ে রাজ্য সরকার পঞ্চায়েতিরাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ৷
2020-07-02

