বিদ্যালয় খোলা হোক, অধিকাংশই চাইছেন না : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ এখনই বিদ্যালয়ে পঠন-পাঠন শুরু করে ঝুঁকি নেওয়া উচিত হবে না৷ আজ বুধবার শিক্ষা দফতরের বিশেষ কমিটির বৈঠকে ৯৯ শতাংশ সদস্যই এই মতামত দিয়েছেন৷



এ-বিষয়ে আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, করোনা-র প্রকোপে ত্রিপুরায় সমস্ত বিদ্যালয় বন্ধ রয়েছে৷ বিদ্যালয়গুলি পুনরায় চালু করার বিষয়ে গঠিত বিশেষ কমিটির বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে৷ ওই বৈঠকেই ৯৯ শতাংশ সদস্য এখনই বিদ্যালয় খুলে ঝুঁকি নেওয়া উচিত হবে না বলে মতামত দিয়েছেন৷ তিনি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির উদ্ধৃতি দিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার অনুমতি দিলেও স্বাস্থ্য দফতরের সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত বিদ্যালয় খোলা উচিত হবে না৷



এদিন তিনি জানান, আজকের বৈঠকে অন্যান্যদের মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রীও উপস্থিত ছিলেন৷ তিনিও বিদ্যালয় আপাতত বন্ধ রাখার পক্ষেই মত দিয়েছেন৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, এদিনের আলোচনায় গুরুত্ব পেয়েছে, বিদ্যালয় খোলা হলে বড়দের জন্য হোক৷ কচিকাঁচাদের আপাতত বিদ্যালয়ে না আসাই সুরক্ষিত৷



শিক্ষামন্ত্রীর কথায়, এখনই বিদ্যালয় খুলছি না৷ তবে সব কিছু নির্ভর করছে পরিস্থিতির উপর৷