রেগার কাজ নিয়ে বিবাদের জেরে বাঘনে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১ জুলাই৷৷ কদমতলা ব্লক এলাকার বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডে রেগার কাজ নিয়ে বিবাদের জেরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়৷  গত সোমবার থেকে অরুপ মালাকারের বাড়ির পাশ থেকে প্রণত মালাকারের বাড়ি পাশ অবধি নালার কাজ শুরু হয়েছে৷ আজ এই কাজের তৃতীয় দিনে সুশান্ত মালাকার, আছাব উদ্দিন ও সুবল দে নামের  তিন ব্যক্তি কাজে আপত্তি দেয়৷ তখনই বিপত্তি বাধে৷ শ্রমিকরা ইট পাটকেল ছুড়ে৷ অপর  দিকের শ্রমিকরাও তাদের উপর পাল্টা আক্রমণ করে৷



তাতে দুপক্ষ স্বল্প বিস্তর জখম হয়েছে৷ এই ঘটনা নিয়ে রাজনৈতিক জল ঘোলা শুরু হয়ে গেছে৷ এই বাঘন গ্রাম পঞ্চায়েতটি কংগ্রেস দল পরিচালিত৷ আর যারা রেগার কাজ বন্ধ করার জন্য বলেছিলো তারা শাসক দলের৷ বিজেপি নেতা আব্দুল মান্নান এর বক্তব্য এই নালাটি আরো একবার কাজ না করে অর্থ লুটপাট হয়েছে৷ আবার ওয়ার্ক অর্ডার  করে কাজ করা হয়েছে৷ তাই তারা বাধা দিয়েছে৷ অপর দিকে উপ প্রধান অজিত মালাকার জানান ইট পাটকেল ছুড়া হয়েছে শ্রমিকদের উপর৷ প্রশাসনের কাছে তারা সুবিচার চান৷ ঘটনা স্থলে চুরাই বাড়ি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ এর জল বহুদূর পর্যন্ত গড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে৷ বিষয়টি রাজনৈতিক পর্যায়ে গিয়ে পৌঁছেছে।