গন্ডাছড়ায় বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১ জুলাই৷৷ সরকারী নির্দেশকে এক প্রকার বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে গন্ডাছড়া বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের দাদাগিরি৷ জানা গেছে গন্ডাছড়া বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার সঞ্জিব দেববর্মা লক ডাউনের মুহূর্তেও নিজের মর্জিমাফিক বিল বাবদ গ্রাহকদের কাজ থেকে ফাইন বা জরিমানা আদায় করছে৷ গ্রাহকরা বিষয়টি নিয়ে সিনিয়র ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করেও কাজ হচ্ছে না৷



সোজা কথা কেন্দ্রীয় সরকার যেখানে লক ডাউনের সময় গ্রাহকদের কাছ থেকে জরিমানা আদায়ের ক্ষেত্রে ছাড় দিয়েছে,  এই ক্ষেত্রে গন্ডাছড়া বিদ্যুৎ দপ্তর সরকারী নির্দেশকে এক প্রকার বুড়ো আঙ্গুল দেখিয়ে দিবিব গ্রাহকদের কাছ থেকে ফাইন আদায় করে নিচ্ছে৷ বুধবার দিন এর বহিঃপ্রকাশ ঘটে৷ এদিন গন্ডাছড়া হরিপুর এলাকার তপন সাহা নামের এক ব্যক্তি বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারকে ঘিরে ধরে  এবং কেন তার কাছ থেকে  ফাইন আদায় করা হয়েছে এর কারণ জানতে চান৷ সিনিয়র ম্যানেজার কোন স্পষ্ট উত্তর দিতে পারেনি৷ বার বার হেড অফিসের গাইড লাইন বলে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে৷ উল্লেখ্য গোটা গন্ডাছড়া মহকুমা এলাকায় প্রায় বার হাজারের উপর বিদ্যুতের গ্রাহক রয়েছে৷ বর্তমানে এই সব গ্রাহকদের কাছ থেকে ফাইন বাবদ লক্ষ লক্ষ টাকা আদায় করছে৷ লক ডাউনের মুহূর্তে যা এক প্রকার সম্পন্ন বেআইনী৷ এই নিয়ে গোটা মহকুমা এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে৷