নাগাল্যান্ডে আরও ছয় মাসের মেয়াদ বাড়ল আফস্পা-র

কোহিমা, ১ জুলাই (হি.স.) : নাগাল্যান্ডে আর্মড ফোর্সেস (স্পেশাল পাওয়ার) অ্যাক্ট (আফস্পা বা এএফএসপিএ)-এর মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এএফএসপিএ)। কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰকের এক বিজ্ঞপ্তিতে বিশেষ নির্দেশনার মাধ্যমে সম্পূর্ণ রাজ্যে আগামী ডিসেম্বর পর্যন্ত “উপদ্রুত অঞ্চল” হিসেবে ঘোষণা করেছে। ইতিপূর্বে গত ৩০ ডিসেম্বর কেন্দ্রীয় সরকার নাগাল্যান্ডেএ আফস্পা জারি করেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নাগাল্যান্ডের পরিস্থিতি পর্যালোচনা করে আফস্পা-র মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। তাতে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে স্বশস্ত্র বাহিনীর সহায়তা নেওয়া হবে।

প্রসঙ্গত, নাগাল্যান্ডে গত ৩০ ডিসেম্বর আফস্পা-র মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। রাজ্যের পরিস্থিতি বিবেচনা করেই এই আইনের মেয়াদ বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় সরকার। ছয় মাসের জন্য ওই আইনের মেয়াদ বাড়ানো হলেও এই সময়ের মধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উন্নতি হয়নি। একদিকে করোনা-র প্রকোপ অন্যদিকে আইন-শৃঙ্খলা ব্যবস্থা সঠিক রাখা। সবমিলিয়ে আফস্পা পুনরায় জারি করাই শ্রেয় বলে মনে করেছে কেন্দ্রীয় সরকার।

উল্লেখ্য, আফস্পা কয়েক দশক ধরে নাগাল্যান্ডে লাগু রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পূ্র্বতন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, সরকারি মধ্যস্থতাকারী আরএন রবি (বর্তমানে নাগাল্যান্ডের রাজ্যপাল) প্রমুখের উপস্থিতিতে দিল্লিতে নাগাল্যান্ডের উগ্রপন্থী সংগঠন এনএসসিএন (ইশাক-মুইভা / আইএম)-এর সঙ্গে গত ২০১৫ সালের ৩ আগস্ট কেন্দ্রের এক প্রারম্ভিক চুক্তি (ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষরিত হয়েছিল। চুক্তিটি এখনও কার্যকর হয়নি।

রাজ্যে শান্তি ফিরিয়ে আনা প্রসঙ্গে এনএসসিএন-সহ অন্যান্য উগ্রপন্থী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ইতিমধ্যে কয়েকবার বৈঠক করেছেন রাজ্যপাল রবি। পরবর্তীতে তিনি তাঁর প্রতিবেদন দাখিল করেন। এর পরই নতুন করে আফস্পা-র মেয়াদ বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।