করোনা-আক্রান্ত গোয়ার বিজেপি বিধায়ক, চিকিৎসাধীন হাসপাতালে

পানাজি, ১ জুলাই (হি.স.): গোয়ায় করোনাবাইরাসের প্রকোপ ক্রমশই বাড়ছে! এবার প্রাণঘাতী কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হলেন গোয়ার একজন বিজেপি বিধায়ক। ওই বিধায়ককে মারগাঁও-এর ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার গোয়া স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা-উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করা হয়েছিল ওই বিজেপি বিধায়কের। মঙ্গলবার রিপোর্ট আসলেই জানা যায় তা পজিটিভ। এরপরই হাসপাতালে ভর্তি করা হয়েছে করোনা-আক্রান্ত বিজেপি বিধায়ককে।

প্রসঙ্গত, এর আগে রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর শরীরেও মারণ কোভিড-১৯ ভাইরাসের সন্ধান মিলেছে। তাঁকেও ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকাল পর্যন্ত গোয়ায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১,৩১৫ এবং মৃত্যু হয়েছে ৩ জনের।