কোহিমা, ৩০ জুন (হি.স.) : মণিপুরের পর এবার নাগাল্যান্ডেও লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ১৫ জুলাই পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক শেষে রাজ্যের গৃহ দফতরের প্রধানসচিব অভিজিৎ সিনহা বলেন, মন্ত্রিসভার বৈঠকে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে চর্চা হয়েছে। স্বাস্থ্য এবং গৃহ দফতর নাগাল্যান্ডের পরিস্থিতি নিয়ে মতামত দিয়েছে। সে মোতাবেক নির্দেশ জারি করা হয়েছে, বলেন তিনি। তাঁর কথায়, লকডাউন শীর্ষক গত ৪ মে-র নির্দেশিকা গোটা রাজ্যে কার্যকর হবে।
সাথে তিনি যোগ করেন, নাগাল্যান্ড সরকারের গত ১০ জুন এবং ২০ জুনের নির্দেশিকা মেনে ধর্মীয় প্রতিষ্ঠান খোলা থাকবে, স্থানীয় ট্যাক্সি ও রিকশাও যাতায়াত করতে পারবে। তিনি বলেন, নাগাল্যান্ডে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে রাজ্য সরকার যথেষ্ট ওয়াকিবহাল। ক্রমশ করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ফলে লকডাউনের মেয়াদ বৃদ্ধি সময়োপযোগী সিদ্ধান্ত বলে তিনি দাবি করেন।
অভিজিৎ সিনহা বলেন, নাগাল্যান্ডেএ বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৯। তাঁদের মধ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৯১। সুস্থ হয়েছেন ১৬৮ জন। তাঁর দাবি, করোনা আক্রান্তদের কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসা চলছে। তবে, ২৬৬ জন করোনা আক্রান্তের সংশ্লিষ্ট রোগের কোনও লক্ষণ নেই। তিনি বলেন, ১১,৬৬১ নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৭,৬৩৭টি নমুনা-র পরীক্ষা হয়েছে।