BRAKING NEWS

বিনামূল্যে করোনা পরীক্ষার আর্জি খারিজ করল আদালত

নয়াদিল্লি, ৩০ জুন (হি. স.):  করোনা নির্ধারণের পরীক্ষা বিনামূল্যে করার দাবিতে দিল্লি হাইকোর্টে পিটিশন দায়ের করা হয়েছিল।কিন্তু এই পিটিশনের শুনানি করতে অস্বীকার করেছে আদালত। এই পিটিশন সম্পর্কে বলতে গিয়ে প্রধান বিচারপতি ডি এন প্যাটেল জানিয়েছেন সরকার নিজের মতন করে কাজ করে যাচ্ছে করোনা মোকাবিলার জন্য। তাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হোক। এই পিটিশন সুশান্ত মিত্র এবং গৌরব দুয়া আদালতে দায়ের করেছিল। পিটিশনকারিদের তরফের আইনজীবী চৈতন্য মদান জানিয়েছেন, করোনা রোগীকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া থেকে চিকিৎসা পর্যন্ত সমস্ত কিছু বিনামূল্যে করার জন্য কেন্দ্র এবং দিল্লি সরকারকে দিশা নির্দেশ দিক আদালত। করোনার জেরে কারও মৃত্যু হলে তার পরিবারবর্গকে ক্ষতিপূরণ দেওয়া হোক। যে সকল বেসরকারি হাসপাতালগুলিতে করোনা পরীক্ষার হচ্ছে তার ফি নেশনাল হেলথ মিশনের ফান্ড থেকে দেওয়া হোক। তা না হলে বিনামূল্যে ইন্সুরেন্স পলিসি কভার দেওয়া হোক। পিটিশনে আরও বলা হয়েছিল যে বিপর্যয় আইনের বিভিন্ন ধারা এখনও দেশজুড়ে কার্যকর করা হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *