BRAKING NEWS

বনকর্মীদের অভিযানে স মিল উদ্ধার, পলাতক বনদস্যুর দল

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৮ জুন৷৷  খোয়াই জেলার তেলিয়ামুড়া থানা এলাকার গারো বস্তি থেকে বন দপ্তরের কর্মীরা একটি বেআইনী সমিল আটক করেছেন৷ একটি গাড়িতে করে সমিলটি চালানো হচ্ছিল৷ গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে৷ তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মকর্তারা সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে গারোবস্তিতে হানা দিয়ে এই সাফল্য পান৷ তবে এই ব্যাপারে কাউকে আটক করা যায়নি৷



বন দপ্তরের কর্ম কর্তাদের উপস্থিতি টের পেয়ে কাঠ চেরাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বন দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন৷ উল্লেখ্য, লকডাউন চলাকালেও বনদস্যুরা বনজ সম্পদ ধবংস করে ছোট আকারের সমিল দিয়ে গাছ চেরাই করে কাঠ পাচার করে চলেছে৷  এর ফলে মূল্যবান বনজ সম্পদ ধবংস হয়ে যাচ্ছে৷ রাজ্য সরকার এবং বন দপ্তর বনজ সম্পদ রক্ষা এবং বন সৃজনের জন্য সরকারি কোষাগারের টাকা খরচ করে বনমহোৎসব পালন ও ব্যাপক  প্রচার চালালেও বনজ সম্পদ রক্ষা করা রীতিমতো চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *