BRAKING NEWS

ঐতিহ্যবাহী খার্চি পূজা শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷  কোভিড-১৯ এর সমস্ত সরকারি নিয়মবিধি ও সতর্কতা মেনে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা বাড়িতে সপ্তাহব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা আজ থেকে শুরু হয়েছে৷ প্রধান পুরোহিত চন্তাইয়ের পরিচালনায় সকালে অনুষ্ঠিত হয় চতুর্দশ দেবদেবীর স্নানযাত্রা৷ স্নানযাত্রা শেষে মন্দির চত্বর প্রদক্ষিণ করে চতুর্দশ দেবদেবীকে পূজার্চনার জন্য বাইরের মন্দিরে স্থাপন করা হয়৷



অন্যদিকে খার্চির সাতদিন কোভিড-১৯ এর সরকারি আচরণবিধি বিষয়ে পুরাতন আগরতলা ব্লকের বিডিও সুুদীপ্ত বিশ্বাস জানান, ৭ দিনের এই খার্চি পূজায় আসা প্রত্যেক পূণ্যার্থীকে মাস্ক পরা বাধ্যতামূলক, প্রবেশদ্বারে হাত ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হবে, সবাইকে চিহ্ণিতকৃত স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে, প্রসাদ নিবেদন করা যাবে না, মন্দির থেকেও কোন প্রকার প্রসাদ বিলি করা হবে না, চরণামৃত দেওয়া হবে না, পুরোহিত এবং অন্যান্য মন্দিরের কর্মীদের স্পর্শ করা যাবে না, প্রত্যেক পূণ্যার্থীকে প্রবেশদ্বার এবং বাহিরের দ্বার ব্যবহার করতে দেয়া হবে, মন্দির এলাকায় যত্রতত্র থুতু ফেলা যাবে না, ১০ বছরের নীচে এবং ৬৫ বছরের উর্ধে বয়সীদের মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে দেয়া হবে না৷ পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন থেকে  এই নিয়মবিধি ঘোষণা করা হয়েছে বলে বিডিও জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *