BRAKING NEWS

পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর আহত চারজন

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার/চড়িলাম, ২৮ জুন৷৷  ফের যান দুর্ঘটনায় আহত দুই যুবক৷ ঘটনার বিবরনে জানা াযায় আজ সন্ধ্যাবেলা শান্তির বাজার বি এস এফ ক্যাম্প সংলগ্ণ এলাকায় বাইক থেকে ছিটকে পড়ে আহত হয় দুই যুবক৷  আহত দুই যুবক হলো রাকেশ দাস ( ৩২ ) ও নিত্যানন্দ আচার্য্য (৩০)৷ ঘটনার সঙ্গে সঙ্গে এলাকাবাসী শান্তিরবাজার দমকল বাহীনিকেখবরদেয়৷



 ঘটনার খবরপেয়ে দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক এর নিকট জানা যায় আহত দুইজনের মধ্যে একজনের পেটে ব্যাথা পেয়েছে অপরজন পায়ে ব্যাথা পেয়েছে৷  এক্সরে করার পর রিপোর্ট দেখে আহতদের রেফার করাহবেকিনা তা বিবেচনা করবে চিকিৎসক৷  অপরদিকে শুনাযাচ্ছে মদমত্ত অবস্থায় দুইযুবক দ্রুত গতিতে বাইক চালাচ্ছিলো তাই দুর্ঘটনা ঘটে৷



বাইক ও মারুতী ওয়াগনারের মুখোমুখি সংঘর্ষে আহত এক৷ ঘটনা বিলোনীয়া ব্রীজ চৌমুহানীতে৷ একটি গাড়ীটি উদয়পুর থেকে আসছিল, আর  বিপরীত দিক থেকে আসা বাইকটি ট্রাফিক সিগ্ণাল না মেনে  চৌমুহানীতে ঢুকে পড়ায় এ বিপত্তি৷ এলাকা বাসী ছুটে এসে অগ্ণনির্বাপক দপ্তরে খবর দিলে, তারা এসে আহত বাইক চালক গৌতম সাহাকে বিলোনীয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ অন্যদিকে,করোনা আবহের মধ্যেও থেমে নেই যান দুর্ঘটনা৷ প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও ঘটছে যান দুর্ঘটনা৷ রবিবার বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক ব্যক্তি৷ আহত ব্যক্তির নাম বিক্রম সাহা, বয়স ৪০ বছর৷ তার বাড়ি সাতমুড়া এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় বিলোনিয়ার শহরের ব্রিজ চৌমুহনী  এলাকায় উদয়পুরের দিক থেকে আসা টট্ট-০৩ক্ক-০৪৮৭ নাম্বারের গাড়ির সঙ্গে বনকরের দিক থেকে আসা টট্ট-০১জ্ঝ-৫৬৫২ নাম্বারের একটি বাইকের সংঘর্ষ ঘটে৷ এই দুর্ঘটনায় বাইক চালক গুরুতর ভাবে আহত হয়৷ দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত বাইক চালককে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যায়৷ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত বাইক ও গাড়িটি নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *