চিরাচরিত প্রথা অনুযায়ী শুরু হল খার্চি পূজা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ করোনার আবহে বেশ কিছু বিধিনিষেধ এর মধ্যেই শুক্রবার থেকে শুরু হচ্ছে চতুর্দশ দেবতা মন্দিরের ধর্মীয় আচার অনুষ্ঠান৷ এবারের খার্চি  উৎসবে মেলা ও লোক সমাগমের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ কিন্তু চিরাচরিত প্রথা মেনে চলবে ধর্মীয় অনুষ্ঠান৷ শুক্রবার ছিল জারি পূজা৷

শনিবার হবে অধিবাস৷ রবিবার থেকে শুরু হবে পুরাতন হাভেলিতে খার্চি  উৎসব৷ এবার পূণ্যার্থীদের মন্দিরে আসার ক্ষেত্রে একাধিক নিয়মাবলী জারি করা হয়েছে৷ ১০ বছরের নিচে শিশুদের মন্দিরে আসা নিষেধ৷ একই সঙ্গে ৬০ বছরের উধর্ে প্রবীনদের ক্ষেত্রে  অনুরূপ নির্দেশাবলী রয়েছে৷ খার্চি  পূজাকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হয়েছে মন্দির প্রাঙ্গণ৷ একাধিক স্থানে বসানো হয়েছে নির্দেশাবলীর ফ্লেক্স৷  সামাজিক দূরত্ব বজায় রাখতে মন্দির প্রাঙ্গণে করা হয়েছে মার্কিং৷ পূজার নির্ঘণ্ট ও সম্বন্ধে জানান মন্দিরের পুরোহিত সজল চন্দ্র চক্রবর্তী৷