BRAKING NEWS

করোনার বিরুদ্ধে জয়ী হবে দিল্লি, আশা কেজরিওয়ালের

নয়াদিল্লি, ২৭ জুন (হি. স.): পাঁচটি পন্থা অবলম্বন করলে করোনার বিরুদ্ধে জিতবে দিল্লি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মে মাসের শেষ সপ্তাহে প্রত্যাশা মতোই দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছিল। জুনের প্রথম সপ্তাহে হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণ শয্যার অভাবে মৃতের সংখ্যা বাড়তে শুরু করেছিল। সেই সময় দিল্লিবাসীর কাছে দুটি পথ খোলা ছিল। হয় পুনরায় লকডাউন করা।আর নয় করোনার বিরুদ্ধে লড়াই করে যাওয়া। কিন্তু জনগণ করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য মনস্থির করেছিল। করোনা যুদ্ধে জিততে গেলে পাঁচটি পন্থা অবলম্বন করতে হবে। প্রথমত হাসপাতালগুলিতে শয্যা সংখ্যা বাড়ানো, বিপুল মাত্রায় পরীক্ষা, বাড়িতে চিকিৎসাধীন করোনা রোগীদের জন্য অক্সিমিটার এবং অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ করা। প্লাজমা থেরাপির প্রয়োগ সাফল্যমন্ডিত হয়েছে।

এ দিন থেকেই সেরোলজিক্যাল সার্ভে শুরু হয়েছে। গত এক সপ্তাহে দিল্লিতে উল্লেখজনক হারে হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দিল্লিতে ফাঁকা শয্যা রয়েছে ১৩৫০০। দৈনিক দিল্লিজুড়ে ২০ হাজার পরীক্ষা করা হচ্ছে।করোনা চিকিৎসার জন্য প্রতিটি হাসপাতলে ৪০ শতাংশ শয্যা সংরক্ষণ করা হয়েছে। বড় হাসপাতালগুলির সঙ্গে পার্শ্ববর্তী হোটেলগুলির একটা মেলবন্ধন ঘটানো হয়েছে।যাতে করে শয্যা সংখ্যা খামতি কোনভাবেই না হয়।

উল্লেখ করা যেতে পারে দিল্লিতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ছাড়িয়ে গিয়েছে।পার্শ্ববর্তী হোটেলগুলির একটা মেলবন্ধন ঘটানো হয়েছে।যাতে করে শয্যা সংখ্যা খামতি কোনভাবেই না হয়।
প্রসঙ্গত দিল্লিতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ছাড়িয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *