BRAKING NEWS

নাগাল্যান্ডে ৯ এবং মেঘালয়ে নতুন এক নিরাপত্তা কর্মী করোনায় আক্রান্ত

গুয়াহাটি, ২৭ জুন (হি.স.) : নাগাল্যান্ডে নয়জন প্রথমসারির যোদ্ধা করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে, মেঘালয়েও একজন সুরক্ষা কর্মীর শরীরে কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। তাতে মেঘালয়ে ৪৮ জন এবং নাগাল্যান্ডে ৩৮৭ জন এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন। প্রথমসারির যোদ্ধাদের করোনা সংক্রমিতের ঘটনায় দুই রাজ্যকে চিন্তায় ফেলেছে। অসমে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৯১৯।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন, সশস্ত্র বাহিনীর এক জওয়ান করোনা আক্রান্ত হয়েছেন। তিনি সম্প্রতি বিহার ভ্রমণ করে এসেছেন। এতে মেঘালয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জন। তাদের মধ্যে ৫ জন করোনা আক্রান্ত সক্রিয় রয়েছেন এবং বাকি ৪৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন।

নাগাল্যান্ডের মন জেলায় আজ ১২ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। তাঁদের মধ্যে ৯ জন নিরাপত্তাকর্মী এবং বাকি তিনজন বহিঃরাজ্য থেকে ফিরেছেন। নাগাল্যান্ডের ২৯টি নমুনা অসমের ডিব্রুগড়ে আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তার মধ্যে ১২টি নমুনা কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। ইতিমধ্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্তব্যরত অবস্থায় ১৪ জন সামনের সারির যোদ্ধা করোনা আক্রান্ত হয়েছেন।

নাগাল্যান্ডের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্ৰী এস পাংন্যু ফোম টুইট করে জানিয়েছেন, একটি একান্তবাস কেন্দ্রে ওই নয়জন পুলিশ কর্মী নিযুক্ত ছিলেন। তাঁদের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। এছাড়া বহিঃরাজ্য ফেরত করোনা আক্রান্ত ৩ জনের মধ্যে দুজন চেন্নাই থেকে এবং একজন মিজোরাম থেকে ফিরেছেন। সাথে তিনি আরও জানান, ওই ১২ জন করোনা আক্রান্তের দেহে কোনও লক্ষণ ছিল না।

এখানে উল্লেখ করা যেতে পারে, গোটা উত্তর-পূর্বাঞ্চলে করোনা-আক্রান্তের সংখ্যা অসমে সর্বাধিক। এই খবর লেখা পর্যন্ত অসমে মোট আক্রান্তের সংখ্যা ৬,৯১৯, সুস্থ হয়েছেন ৪,২৪৭ জন এবং সক্রিয় রোগী ২,৬৬০ জন। আক্রান্তের তালিকায় দ্বিতীয় ত্রিপুরায় এই খবর লেখা পর্যন্ত ১,৩২৫টি করোনা মামলার মধ্যে ১,০৫৫ জনকে সুস্থ বলে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। সক্রিয় রোগী ২৬৯ জন।

তৃতীয় স্থানাধিকারী মণিপুরে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১,০৭৫। এঁদের মধ্যে ৩৯৩ জন সুস্থ হয়েছেন। সক্রিয় রোগী ৬৮২ জন। মিজোরামে আক্রান্ত ১৪৫ জন, সুস্থ হয়েছেন ৩০ জন এবং সক্রিয় রোগী ১১৫ জন। সিকিমে এখন পর্যন্ত ৮৬ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে ৩৯ জন সুস্থ হওয়ার পাশাপাশি ৪৭ জনের চিকিৎসা চলছে। অন্যদিকে অরুণাচল প্রদেশে করোনা ভাইরাস পজিটিভ মামলা বেড়ে হয়েছে ১৭২। এর মধ্যে ৪২ জন সুস্থ হয়েছেন এবং সক্রিয় রোগী ১২৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *