BRAKING NEWS

পট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার এসইউসিআই’র বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ এক টানা ১৭ দিন ধরে পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এসইউসিআই৷ পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার এসইউসিআই-এর পক্ষ থেকে রাজধানী আগরতলা শহরের প্যারাডাইস চৌমুহনিতে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়৷ সংগঠনের নেতা অভিযোগ করেন আন্তর্জাতিক স্তরে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত হ্রাস পাওয়া সত্বে দেশের বাজারে লাগামহীন ভাবে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটে চলেছে৷

কেন্দ্রীয় সরকারের উদারিকরণ নীতির ফলে এই ধরনের ঘটনা চলেছে বলে অভিযোগ করেন সংগঠনের রাজ্য সম্পাদক অরুণ ভৌমিক৷ তিনি বলেন, গত ১৭ দিনে পেট্রোলের মূল্য ৮ টাকা ৫০ পয়সা এবং ডিজেলের ১০টাকা ১ পয়সা বৃদ্ধি পেয়েছে৷ জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে পরিবহণ ক্ষেত্রে চরম আঘাত নেমে আসবে৷ পণ্য পরিবহণ ও যাত্রী পরিবহন ভাড়া বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থেকেই যায়৷ ভাড়া বৃদ্ধি পেলে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি পাওয়া স্বাভাবিক বিষয়৷ সেই কারণেই পেট্রোল ও ডিজেলের বর্দ্ধিত মূল্য অভিলম্বে প্রত্যাহার করে নেওয়ার জন্য এসইউসিআই-এর পক্ষ থেকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয সরকারের কাচে দাবি জানানো হয়েছে৷ জনস্বার্থ সংশ্লিষ্ট এই দাবিতে দেশজুড়ে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে সবস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *