বেঙ্গালুরু, ২৫ জুন (হি.স.): বেসরকারি সংস্থাগুলিও এবার মহাকাশ অভিযানের জন্যে রকেট বানাতে পারবে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র দরজা খুলে গেল বেসরকারি সংস্থার জন্য। ইসরো-র চেয়ারম্যান কে শিবন জানিয়েছেন, মহাকাশ ক্ষেত্রে বেসরকারিকরণ ভারতকে আরও এগিয়ে নিয়ে যাবে। সম্প্রতি ভারতের মহাকাশ ক্ষেত্রে (স্পেস সেক্টর) বেসরকারি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আর এরপরেই বৃহস্পতিবার কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রশংসায় পঞ্চমুখ হলেন ইসরো-র প্রধান কে শিবন।
ভিডিও বার্তায় ইসরো প্রধান বলেন, ‘সেক্টর স্পেস এক্টিভিটিকে আরও বেশি প্রোমোট করবে মহাকাশ বিভাগ। এর ফলে যেমন অনেক বেশি সংখ্যক রকেট তৈরি হবে, তেমনই বাণিজ্যিক ভাবে স্পেস বেসড সার্ভিসের পরিমানও বাড়বে। পৃথিবীর খুব কম দেশের কাছেই অত্যাধুনিক স্পেস টেকনোলজি আছে। ভারত তার মধ্যে অন্যতম। এতে বেসরকারি বিনিয়োগের ফলে ভারত আরও দ্রুত উন্নতি করবে। কেন্দ্র মহাকাশ ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের রাস্তা খুলে দিয়ে খুব ভালো কাজ করেছে।’ কে শিবন আরও জানান, ‘ভারতের আর্থসামাজিক উন্নয়নে স্পেস বেসড সার্ভিসের ভূমিকা অনস্বীকার্য। এই ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের ফলে মহাকাশ গবেষণা আরও দ্রুত ও সঠিক হবে। ফলে দেশের টেকনোলজি আরও উন্নত হবে।’
প্রসঙ্গত, এখন থেকে রকেট তৈরি, স্যাটেলাইট এবং অন্যান্য উৎক্ষেপণে-র সহযোগী হতে পারবে বেসরকারি সংস্থা। আমাদের দেশের বিভিন্ন বেসরকারি সংস্থা যাতে এই ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে তা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, এর ফলে ইসরো-র গবেষণামূলক কাজ কমে যাবে, এমনটা মোটেও নয়-জানিয়ে দিয়েছেন কে শিবন।