পাটনা, ২৪ জুন (হি. স.): বিহার বিধান পরিষদের নির্বাচনে দুটি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। বুধবার বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির মনোনীত দুজন প্রার্থীর নাম ঘোষণা করেন। এই দুইজন প্রার্থী হলেন সম্রাট চৌধুরী এবং সঞ্জয় প্রকাশ।
বিহার বিধান পরিষদের খালি পড়ে থাকা ৯ টি আসনের জন্য নির্বাচন হবে ৬ জুলাই। নির্বাচন শেষ হলে গণনা প্রক্রিয়ার কাজ শুরু হবে। ২৫ জুন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।এই নির্বাচন আগেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জেরে পিছিয়ে যায়। অবশেষে হতে চলেছে সেই বহু প্রতীক্ষিত নির্বাচন। সম্প্রতি আরজেডি পাঁচজন বিধান পরিষদের সদস্য রাজ্যের শাসক দল জেডিইউ -তে নাম লেখায়। তা নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত বিহারে।