নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান বৃথা যায়নি, কাশ্মীরে ৩৭০ এবং ৩৫-এ ধারা বিলোপের মাধ্যমে তাঁর অখণ্ড ভারতের স্বপ্ণকে স্বার্থক করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ মঙ্গলবার শ্যামাপ্রসাদ মুখার্জির ৬৭ তম বলিদান দিবসে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আবেগের সুরে এ-কথা বলেন পশ্চিম ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক৷ আজ ত্রিপুরায় বিজেপি-ও শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস পালন করেছে৷
এদিন সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, আজকের দিনেই রহস্যজনক ভাবে কাশ্মীরে শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু হয়েছিল৷ অখণ্ড ভারতের স্লোগানই তাঁর মৃত্যুর কারণ বলে মনে করেন সাংসদ৷ তাই তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু রহস্য উন্মোচন হোক, চেয়েছেন৷ তাঁর কথায়, ভারতের অখণ্ডতার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান বৃথা যায়নি৷ কারণ অখণ্ড ভারতের লক্ষ্যে ২০১৯ সালের ৫ আগস্ট কাশ্মীরে ৩৭০ এবং ৩৫-এ ধারা বাতিলের বিল পাশ করা হয়েছে৷ তাঁর স্বপ্ণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পূরণ করেছেন৷
সাংসদ প্রতিমা ভৌমিকের দাবি, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ আজ শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান সফল হওয়ার মাধ্যমে তা প্রমাণিত হয়েছে৷ তিনি বলেন, আমরা আজও তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়েই এগিয়ে চলেছি৷ তাই বিজেপি গোটা দেশে সবচেয়ে বড় এবং শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে৷ এদিন তিনি শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধায় স্মরণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন৷
এদিকে, আজ বিজেপির প্রদেশ মুখ্য কার্যালয়ে শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানানো হয়েছে৷ দলের প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত বলেন, বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকেবলিদান দিবসে শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানানো হয়েছে৷ অখণ্ড ভারত গঠনে তাঁর বলিদান বৃথা যায়নি, আজ আমরা তা অনুভব করতে পারছি৷ বিজেপি যুব মোর্চার প্রদেশ সভাপতি টিঙ্কু রায় বলেন, ভারত আজ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভের দিকে এগিয়ে চলেছে৷ তা স্বর্গীয় শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে পাথেয় করে সম্ভব হচ্ছে৷ আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক টুইট বার্তায় শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন৷ মন্ত্রিসভার অন্য সদস্য এবং বিজেপি বিধায়কগণও তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন৷