নয়াদিল্লি, ২৪ জুন (হি. স.): দেশজুড়ে করোনা পরীক্ষার সংখ্যা দৈনিক দুই লাখ ছাড়িয়ে গিয়েছে। সারাদেশে গত ২৪ ঘন্টায় ২ লক্ষ ১৫ হাজার টেস্ট হয়েছে। এখনও পর্যন্ত এটি সর্বাধিক।সবমিলিয়ে এখনও পর্যন্ত গোটা দেশে করোনা পরীক্ষা করা হয়েছে ৭৩ লক্ষ। দেশে ১০০০ করোনা পরীক্ষা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। যার মধ্যে ৭৩০টি সরকারি এবং ২৭০ টি বেসরকারি।করোনা দৌরাত্ম্য বেড়ে চললেও। এর থেকে সুস্থ হয়ে ওঠার হারও বাড়ছে। ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৫৬.৭১।আড়াই লাখ রোগী সুস্থ হয়ে উঠেছে।দেশের সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৮৩০২২।