BRAKING NEWS

সীমান্তে চিনা বিবাদ নিয়ে কেন্দ্রের কাছে কৈফিয়ত চাইল কংগ্রেস

নয়াদিল্লি, ২৪ জুন (হি. স.):  ভারত ও চিনের মধ্যে সীমান্ত বিবাদ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ করে চলেছে দেশের অন্যতম প্রধান বিরোধী দল কংগ্রেস। বুধবার কেন্দ্রকে উদ্দেশ্য করে কংগ্রেস জানতে চেয়েছে যে ভারতের জমিতে চিনা হামলার কি বাস্তবতা রয়েছে।


এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাংবাদিক সম্মেলন করেন কংগ্রেসের দুই নেতা মণীশ তিওয়ারি এবং গৌরব গগৈ। যখন থেকে পূর্ব লাদাখে চিনা আগ্রাসন নিয়ে খবর এসেছে। তখন থেকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার সেই সকল খবর চেপে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। যদিও প্যাংগং ঝিলের সামনে দুই দেশের সেনার হাতাহাতির ভিডিও যখন দেশবাসী দেখতে পেল। তারপর থেকে গোটা বিষয়টি প্রকাশ্যে চলে এসেছে দেশবাসীর সামনে। কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি জানিয়েছেন, গালওয়ান উপত্যকা, প্যাংগং ঝিল, পশ্চিম দিকে হট স্প্রিং, মধ্য ক্ষেত্রে নাকুলায় অনুপ্রবেশ নিয়ে আমরা কিছু বিষয় জানি। যদিও ভারতের পূর্ব দিকের সীমান্তে কি ঘটছে সেটা এখনও স্পষ্ট নয়। ফলে সরকারের উচিত দেশবাসীকে পুরো বিষয়টা স্পষ্ট করে জানানো। অরুণাচল প্রদেশের বিজেপি নেতার একটি মন্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস নেতারা।


অরুণাচল প্রদেশে বিজেপি তাপির গাও চলতি মাসের ১৮ জুন জানিয়েছিলেন যে সুবানসারির দরিয়ার দুই দিক দখল করে নির্মাণ কাজ চালাচ্ছে চিনা সেনা। তিনি এও জানিয়েছেন যে ম্যাকমোহন লাইন পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার ভেতরে প্রবেশ করে ভারতীয় সেনাবাহিনীর একটি ছাউনিও দখল করে নিয়েছে চিন। সেখানে হাইড্রোইলেকট্রিক তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলতে চাইছে চিন। এদিন কংগ্রেসের দাবি এই কথাটা কতটা সত্য তা জানান উচিত কেন্দ্রের। গৌরব গগৈ জানিয়েছেন, রণনীতির দিক দিয়ে চূড়ান্ত ব্যর্থ বিজেপি সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *