BRAKING NEWS

নেশা কারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় স্মারক সামাজিক সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ উত্তর যোগেন্দ্রনগর এলাকায় নেশা কারবারি এবং নেশাখোরদের দৌরাত্ম্য ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে৷ এলাকার পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে৷ যুবসমাজ নেশার কবলে পড়ে হাবুডুবু খাচ্ছে৷ সবকিছু জেনেশুনে পুলিশ কার্যকরী কঠোর কোনো ব্যবস্থা গ্রহণ করছে না৷ তাতে ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষজন৷


সবুজ সামাজিক সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা সোমবার কলেজ টিলা পুলিশ ফাঁড়িতে এ বিষয়ে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে৷ সংস্থার কর্মকর্তারা অভিযোগ করেছেন উত্তর যোগেন্দ্রনগর, দত্তপাড়া সহ আশপাশ এলাকায় নেশাকারী এবং নেশাখোরদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে৷ যুবসমাজ নেশার কবলে পড়ে হাবুডুবু খাচ্ছে৷ যুব সমাজকে নেশার কবল থেকে রক্ষা করতে পুলিশ কঠোর কোনো ব্যবস্থা নিচ্ছে না৷ সে কারণে বাধ্য হয়ে যুবসমাজকে রক্ষার তাগিদে সবুজ সামাজিক সংস্থা পুলিশ ফাঁড়িতে ডেপুটেশন প্রদান করেছে৷


কলেজ টিলা পুলিশ ফাঁড়ির ওসিরকাছে ডেপুটেশন প্রদান করে সংস্থার কর্মকর্তারা এলাকায় পুলিশি টহল বাড়ানোর জন্য জোরালো দাবি জানিয়েছেন৷ পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই নেশা কারবারিরা এলাকায় ব্যাপকভাবে তাদের নেশা বাণিজ্য বিস্তার লাভ করেছে বলে অভিযোগ করেছেন তারা৷ পুলিশ এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করলে সংস্থার কর্মকর্তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন৷ নেশা কারবারিদের বিরুদ্ধে তারাই গর্জে উঠবেন৷ তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে পুলিশকে দায়ী থাকতে হবে বলেও উল্লেখ করা হয়৷ কলেজ টিলা পুলিশ ফাঁড়ির ওসি এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *