নয়াদিল্লি, ২২ জুন (হি.স.) : করোনা মহামারির জন্য কোনও লোকসমাগম ছাড়া রথযাত্রায় কোনও আপত্তি নেই । করোনা আবহে পুরীর রথযাত্রার নিয়ে করা আবেদনের শুনানিতে সোমবার সুপ্রিম কোর্টে এমনটাই জানাল কেন্দ্র ।কেন্দ্র আরও জানিয়েছে, রাজ্য প্রযোজনে মঙ্গলবার পুরীতে কার্ফু জারি করতে পারে। বিধিনিষেধ আরোপ করে রথযাত্রার পক্ষে ওডিশা সরকারও।
রাত পোহালেই রথযাত্রা। শেষমুহূর্তের সব প্রস্তুতি সারা। রথ সাজানো থেকে তিনটি রথে অজ্ঞানমালা আনা, সবই হয়েছে। কিন্তু মঙ্গলবার শ্রীমন্দির থেকে জগন্নাথ, সুভদ্রা ও বলরামের রথ বেরোবে কিনা তা অনিশ্চিত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চ কী নির্দেশ দেয়, সেদিকে সাগ্রাহে তাকিয়ে সবাই। এই মালায় সুপ্রিম কোর্টে সোমবার কেন্দ্র জানিয়েছে, করোনা মহামারির জন্য কোনও লোকসমাগম ছাড়াই রথযাত্রায় কোনও আপত্তি নেই ।
এদিন শীর্ষ আদালেত প্রধান বিচারপতি এস এ বোবদের তিন সদস্যের বেঞ্চে এই শুনানি হয়। শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, রখযাত্রা কোটি কোটি মানুষের বিশ্বাসের জিনিস। এবার যদি রথ না বেরোয় তবে আগামী ১২ বছর রীতি অনুযায়ী রথ বেরোতে পারবে না। কেন্দ্রর মত, রাজ্য প্রযোজনে মঙ্গলবার পুরীতে কার্ফু জারি করতে পারে। কেবলমাত্র যেসব লোকের করোনা পরীক্ষায় নেগেটিভ, তাঁরাই রথের কাছে থাকবেন।
একই বক্তব্য ওডিশা সরকারেরও। তারাও নির্দিষ্ঠ কিছু বিধিনিষেধ আরোপ করে রথযাত্রার পক্ষে।