নয়াদিল্লি, ২২ জুন (হি.স.) : সুপ্রিম রায়ে ওডিশার পুরীতে ভগবান শ্রীজগন্নাথের রথযাত্রা আয়োজনের কয়েকশ বছরের পুরানো ঐতিহ্য অব্যাহত থাকবে। সোমবার সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে রথযাত্রার অনুমতি দিয়েছে । ফলে মঙ্গলবার ভগবান শ্রীজগন্নাথের রথযাত্রা বের হবে। আদালতের এই সিদ্ধান্তের পরে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওডিশার মানুষকে অভিনন্দন জানিয়ে বলেছেন, আজকের দিনটি সবার জন্য বিশেষত ওডিশার ভাইবোনদের পাশাপাশি মহাপ্রভু জগন্নাথজীর ভক্তদের জন্য একটি বিশেষ দিন। রথযাত্রা নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে সমগ্র দেশ সন্তুষ্ট।
সুপ্রিম কোর্টের রায় আসার সঙ্গে সঙ্গেই অমিত শাহ টুইট করেছিলেন । টুইটারে তিনি লিখেছেন, ভারতে আমার কোটি কোটি ভক্তের জন্য এটি আনন্দের বিষয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেবল ভক্তদের অনুভূতিই বোঝেননি, পরামর্শগুলি কার্যকর করেছেন যা আমাদের দেশের মহান ঐতিহ্য অনুসরণ করা।
উল্লেখ্য, অমিত শাহ এর আগে জগন্নাথের রথযাত্রা নিয়ে অনিশ্চয়তার মাঝে সোমবার জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির চেয়ারম্যান গজপতি মহারাজা দিব্যা সিং দেবের সাথে কথা বলেছেন। তিনি আশা করেছিলেন যে সুপ্রিম কোর্ট পুরীর এই বছরের রথযাত্রাকে অনুমোদন দেবে।