BRAKING NEWS

ক্রিকেট ম্যাচ ফেরানো নিয়ে ভারতের তাড়াহুড়ো করা উচিত নয়, মত দ্রাবিড়ের

নয়াদিল্লি, ২১ জুন (হি. স.): ভারতে করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। সুস্থতার হার বাড়লেও প্রতিদিনই আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে ক্রিকেট ম্যাচ ফেরানো নিয়ে তাড়াহুড়ো করা উচিত নয় বলে মনে করেন রাহুল দ্রাবিড়।

আগামী জুলাইয়েই ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ দিয়ে লকডাউন পরবর্তী সময়ে ফিরতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট। তবে এখনই ভারতে ক্রিকেট খেলা শুরুর বিপক্ষে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান রাহুল দ্রাবিড় । দ্রাবিড় বলেন, ‘আমার মনে হয় না এখনই আমরা ক্রিকেট ফেরানোর পরিস্থিতিতে রয়েছি। ধৈর্য ধরে অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হবে। আমাদের এক একটা মাস ধরে এগনো উচিত। সবরকম বিকল্পের দিকে তাকানো দরকার। আমাদের ঘরোয়া মরশুম সচরাচর অগস্ট-সেপ্টেম্বরে শুরু হয়। সেটা যদি অক্টোবরে শুরু করা হয়, তবে তা ছোট করা যায় কিনা দেখতে হবে।’

ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান দ্রাবিড় আরও বলেন, ‘এই মুহূর্তে সবকিছুই অনিশ্চিত দেখাচ্ছে। এপ্রিল থেকে জুন পর্যন্ত এনসিএ অত্যন্ত ব্যস্ত থাকে। বয়সভিত্তিক ক্রিকেট দলগুলির ট্রেনং চলে এই সময়েই। তবে এবার আমাদের নতুন করে সব সাজাতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *