৬২ সালে চিনের হাতে অসমের বমডিলাকে তুলে দিতে নেহরুর চেষ্টা রাহুলকে স্মরণ করিয়ে দিলেন অসমের মন্ত্রী হিমন্তবিশ্ব

গুয়াহাটি, ২১ জুন (হি.স.) : চিনের আগ্রাসন সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ‘বালখিল্যপনাসুলভ হালকা’ মন্তব্য করায় সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তাঁর দাদু জওহরলাল নেহরুর কী ভূমিকা ছিল তা স্মরণ করিয়ে দিয়েছেন অসমের বহু দফতরের মন্ত্রী তথা বিজেপি নেতা, নেডা-র আহ্বায়ক ড. হিমন্তবিশ্ব শর্মা।

মোদী চিনের কাছে আত্মসমৰ্পণ করেছেন বলে সমালোচনা করে টুইট করেছিলেন কংগ্ৰেস নেতা রাহুল গান্ধী। এর জবাব দিতে গিয়ে পালটা টুইট করেন অসমের মন্ত্রী ড. শর্মা। তিনি লিখেছেন, ‘আত্মসমৰ্পণ করা গান্ধী-নেহরু পরিবারের হলমাৰ্ক।’

হিমন্তবিশ্ব শৰ্মা আরও লিখেছেন, ১৯৬২ সালে অসমকে পণ্ডিত নেহরু চিনের হাতে প্রায় তুলেই দিয়েছিলেন। যখন চিনা সৈন্য বোমডিলা দখল করেছিল তখন নেহরু বলেছিলেন ‘মাই হার্ট গোজ আউট টু পিউপল অব আসাম’ (‘My heart goes out to people of Assam’।

এছাড়া প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদীর সমালোচনা করতে গিয়ে ‘Surrender’ শব্দের বানান ভুল লেখায়ও রাহুল গান্ধীকে ছাড়েননি হিমন্তবিশ্ব শৰ্মা। তিনি লিখেছেন, ‘রাহুল গান্ধী, আপনি এত হতাশ হয়েছেন যে, একটি বানান শুদ্ধ করে লিখতে পারেননি।’ ‘Surrender’ শব্দকে ‘Surender’ লেখায় নেডা-র আহ্বায়ক হিমন্তবিশ্ব ছাড়াও আরও বহু বিজেপি নেতা থেকে সমৰ্থক রাহুল গান্ধীকে কটাক্ষ করছেন। এমন-কি ‘#SurenderModi’ বানানে গোটা ভারতে টুইটার ট্ৰেন্ডিঙে শীৰ্ষস্থান দখল করেছে।

প্রসঙ্গত, গত কয়েকদিন থেকে লাদাখে চিনা আগ্রাসনকে কেন্দ্র করে প্ৰধানমন্ত্ৰীর পাশাপাশি কেন্দ্ৰীয় সরকারের বিরুদ্ধে একের পর এক টুইট করছেন কংগ্ৰেস নেতা গান্ধী। রাহুল তাঁর টুইটে লিখেছেন ‘নরেন্দ্ৰ মোদী আসলে সারেন্ডার মোদী’। নিজের টুইটারে জাপানের একটি সংবাদপত্ৰের রিপোৰ্টও লিখেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *