BRAKING NEWS

সেনাবাহিনীর মনোবল ভাঙতে তৎপর কংগ্রেস, বিস্ফোরক দাবি জগত প্রকাশের

নয়াদিল্লি, ২০ জুন (হি. স.): সীমিত জ্ঞান নিয়ে ভারতীয় সেনাবাহিনীর মনোবল নষ্ট করার চেষ্টা করছে কংগ্রেস বলে দাবি করেছেন বিজেপির সর্বভারতীয় সভাশ জগতপ্রকাশ না ড্ডা।শনিবার মরুরাজ্য রাজস্থানে ভার্চুয়াল জনসংবাদ কর্মসূচি ছিল বিজেপি। সেই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে জগতপ্রকাশ নাড্ডা জানিয়েছেন, গালওয়ান উপত্যকায় যখন আমাদের বীর সেনারা পাহারা দিয়ে চলেছে। তখন তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য ক্রমাগত টুইট করে চলেছে কংগ্রেস। শতাব্দীপ্রাচীন দলটি জিজ্ঞাসা করছে কেন সেখানে সেনাবাহিনী নিরস্ত্র অবস্থায় গিয়েছিল। এর থেকেই প্রমাণিত কংগ্রেসের সীমিত জ্ঞান।কংগ্রেস কি আন্তর্জাতিক চুক্তি সম্পর্কে অবহিত নয়।এমন ভাষায় সেনাদের নিন্দা করা হচ্ছে সেই ভাষার প্রয়োগ নির্দিষ্ট একটি পরিবারের।ভারতের মূল্যবোধের সাথে সেই পরিবারের কোনও সম্পর্ক নেই।

শুক্রবার প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠক করে স্পষ্ট জানিয়ে দেন ভারত ভূখণ্ডে প্রবেশ করেনি চিন।গোটা দেশবাসী এক কন্ঠে প্রধানমন্ত্রীর পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু কংগ্রেস ক্রমাগত জিজ্ঞেস করে চলেছে, কোথায় কখন, কিভাবে।ভারতীয় সামরিক বাহিনী আকাশপথ, জলপথ এবং স্থলপথে দেশকে সুরক্ষিত রাখতে সক্ষম। রাজস্থানের কংগ্রেস সরকারের বিরুদ্ধে তোপ দেগে জগত প্রকাশ নাড্ডা বলেন, রাজ্যে ২৫ লাখ পিপি ই কিট এবং মাস্ক হারিয়ে গিয়েছে রাজস্থানে।রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে চরম দুর্নীতি চলছে। বিজেপি বিধায়কদের বিরুদ্ধে এফআইআর দায়ের করছে কংগ্রেস।আর এদিকে বিজেপির জনগনের সেবায় কাজ করে চলেছে।রাজস্থানে কংগ্রেস সরকার সর্বত্র রাজনীতি করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *