নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ করোনা-র প্রকোপে লকডাউনে অধিকাংশ পরিযায়ী শ্রমিক নিজ খরচায় বাড়ি ফিরেছেন৷ তাতে, কেন্দ্রীয় সরকার চরম গাফিলতির পরিচয় দিয়েছে৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের বিরুদ্ধে এইভাবেই তোপ দাগেন ত্রিপুরার প্রাক্তন পরিবহন এবং সিআইটিইউ রাজ্য শাখার সভাপতি মানিক দে৷ তাঁর সাফ কথা, অপরিকল্পিত এবং ভুলেভারে ছকে দেশব্যাপী লকডাউনের পরিণামে পরিযায়ী শ্রমিক-দের ভুগতে হয়েছে৷
তাঁর কথায়, দেশব্যাপী লকডাউন ঘোষণায় হটকারিতা করেছে কেন্দ্রীয় সরকার৷ সমস্যা সম্পর্কে আগাম চিন্তা না করে, তার সমাধান খুঁজে বের করার আগেই লকডাউন লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের জীবনে দুর্দশা ডেকে এনেছে৷
তিনি ত্রিপুরা সরকার-কে নিশানা করে বলেন, পরিস্থিতি মোকাবিলায় ঘাটতির জন্যই বহিঃরাজ্য ফেরত ত্রিপুরার নাগরিকদের দেহে করোনা-র সংক্রমণ বেশি পাওয়া যাচ্ছে৷ তাঁর বক্তব্য, পরিযায়ী শ্রমিক সহ ত্রিপুরার নাগরিক-রা বহিঃরাজ্যে আটকে গিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাতে বাধ্য হয়েছেন৷ তবুও, ত্রিপুরায় করোনা আক্রান্তরা তুলনামূলক সুস্থ রয়েছেন৷ তাঁদের সঠিক চিকিৎসা এবং করোনা পরবর্তী পর্যায়ে আর্থিক বোঝা সামলাতে জীবন-জীবিকা সুনিশ্চিত করার জন্য ত্রিপুরা সরকার-কে তিনি দায়িত্ব মনে করে দিয়েছেন৷

