BRAKING NEWS

চিন যদি ভারতীয় সীমান্তে প্রবেশই না করে থাকে, তাহলে কোথায় মারা গেল ভারতীয় সেনারা : রাহুল

নয়াদিল্লি, ২০ জুন (হি.স.): চিন যদি ভারতীয় সীমান্তে প্রবেশই না করে থাকে, তাহলে কোথায় মারা গেল ভারতীয় সেনারা। কেনই বা মারা গেল তারা | এই প্রশ্ন তুলে সর্ব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ।

গালওয়ান উপত্যকায় চিনের আক্রমণে মারা গিয়েছেন কু়ড়িজন ভারতীয় সৈন্য। এই প্রসঙ্গে ডাকা সর্বদলীয় সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন কোনও চিনা সৈনিক ভারতের সীমান্তে প্রবেশ করেনি। কেউ ঢুকেও নেই, ওখানে ভারতীয় সেনার সব পোস্টও অক্ষত রয়েছে । প্রধানমন্ত্রীর এই দাবির পরেই  মাঠে নেমে পড়েছে কংগ্রেস। শনিবার টুইট করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী অভিযোগ করেন যে ভারতীয় ভূখণ্ড চিনের আগ্রাসনের সামনে সমর্পণ করেছেন মোদী। তিনি প্রশ্ন করেন যে, চিন যদি ভারতীয় সীমান্তে প্রবেশই না করে থাকে, তাহলে কোথায় মারা গেল ভারতীয় সেনারা। কেনই বা মারা গেল তারা |

এর আগেও  এবিষয়ে রাহুল গান্ধী মোদী সরকারকে আক্রমণ করেছিলেন। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপাদ নায়েকের একটি বিবৃতি সম্পর্কিত তিনি এই সংবাদের ভিত্তিতে তিনি টুইট করে বলেছিলেন, এটা বেশ স্পষ্ট হয়ে গেছে যে গালওয়ান উপত্যকায় চিনের আক্রমণ পূর্বপরিকল্পিত ছিল। শহীদ সৈন্যদের এর মূল্য দিতে হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *