BRAKING NEWS

অসমের সর্বকনিষ্ঠ কোভিড-১৯ আক্রান্ত পাঁচ মাসের শিশু, বাড়ি বরাক উপত্যকার কাটিগড়ায়

শিলচর (অসম), ২০ জুন (হি.স.) : অসমের সর্বকনিষ্ঠ কোভিড-১৯ আক্রান্ত ধরা পড়েছে বরাক উপত্যকায়। সর্বকনিষ্ঠ করোনা সংক্রমিতের বয়স মাত্র পাঁচ মাস। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা এলাকায় এই সর্বকনিষ্ঠ শিশুপুত্রের বাড়ি।

শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী, করোনা সংক্রমিত শিশুটির ট্র্যাভেল হিস্ট্রি রয়েছে। সে পরিবারের সদস্যের সঙ্গে দিল্লি থেকে এসেছে। তার সোয়াব পরীক্ষা করে পজিটিভ রেজাল্ট আসার পর তাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে চিকিৎসার জন্য ভরতি করা হয়েছে। শিলচর মেডিক্যাল কলেজ হাসাপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এই শিশুপুত্রের যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

শিলচর মেডিক্যাল কলেজ হাসাপাতাল সূত্রে আরও জানা গেছে, আজ শনিবার বরাক উপত্যকার আরও ৮ জনের পজিটিভ রেজাল্ট এসেছে। প্রত্যেককেই মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে কাছাড় জেলার ৬ এবং করিমগঞ্জ জেলার ২ জন।

আজ কাছাড় জেলার যারা আক্রান্ত হয়েছেন তাঁরা দর্মিখালের রাহুল রায় (২৩), কাটিগড়ার গুলধানা বেগম বড়লস্কর (২৬), রানিঘাটের রেজওয়ানা বেগম (২২), কাটিগড়া এলাকার শিশু (৫ মাস), সোনাবাড়িঘাটের তাজিরুল হুসেন (২৮) এবং  উধারন্দের বিশ্বজিৎ দাস (২৭)।

করিমগঞ্জ জেলার দুজন রামকৃষ্ণনগরের মহীতোষ দাস (২৩) এবং দুল্লভছড়ার অনন্ত দে (৪৩)। আজকের  সব আক্রান্তের ট্র্যাভেলিং হিস্ট্রি রয়েছে। কেউ এসেছেন বেঙ্গালুরু থেকে বা কেউ চেন্নাই এবং দিল্লি থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *