আরও ২৭ জন করোনা আক্রান্ত, রাজ্যে মোট ১১৮৬ জন সংক্রমিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ ত্রিপুরায় নতুন করে আরও ২৭ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাতে ত্রিপুরায় এখন পর্যন্ত মোট ১,১৮৬ করোনা-য় আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ৬৩৯ জন সুস্থ৷


শুক্রবার রাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী টুইট বার্তায় বলেন, ১,২৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাদের মধ্যে ২৭ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তিনি জানান, নতুন চিহ্ণিত করোনা আক্রান্তদের মধ্যে দক্ষিণ ত্রিপুরা জেলার ১৯ জন, গোমতি জেলার ৩ জন, পশ্চিম ত্রিপুরা জেলার ৩ জন এবং ঊনকোটি জেলার ২ জন বাসিন্দা রয়েছেন৷


স্বাস্থ্য দফতর সূত্রের খবর, তাদের মধ্যে সম্প্রতি বেঙ্গালুরু থেকে ট্রেনে গুয়াহাটি এবং গুয়াহাটি থেকে বাসে ত্রিপুরায় ফিরে আসা ৪ জন রাজ্যের বাসিন্দা রয়েছেন৷ তারা সকলেই দক্ষিণ জেলার নিবাসী বলে জানা গেছে৷