BRAKING NEWS

বিজেপির জমানায় শ্রমজীবি মানুষ বিপাকে পড়ছেন : মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ গত ৬ বছরে বিজেপির শাসনে আমাদের দেশের পরিস্থিতি জটিল তেকে জটিতর হয়েছে৷ একের পর এক জনবিরোধী নীতি, পুঁজিপতি-কর্পোরেটদের স্বার্থ র৭া করতে গিয়ে দেশের সরকার কৃষি ও শিল্পে সংকট তৈরি করেছে৷ বর্তমানে সময়ে কোবিড ১৯ সংক্রমন বৃদ্দিতেও দেসের সরকার অনেকটা দায়ী৷ বক্তা বিরোধী দলনেতা মানিক সরকার৷

বৃহস্পতিবার আগরতলায় অফিস লেনে সিট্যু রাজ্য কার্যালয়ে প্রয়াত সিট্যু নেতা পিযুস নাগ, কাজল ঘোষ এবং সুব্রত চক্রবর্তীর স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই কেন্দ্র সরকারকে আক্রমণ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷ এদিন স্মরণ সভার শুরুতেই তিন সিট্যু নেতাকে শ্রদ্ধা জানান মানিক সরকার, সিট্যু রাজ্য সভাপতি প্রাক্তন মন্ত্রী মানিক দে, সম্পাদক তথা প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত৷

 বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার এদিন কেন্দ্রীয় সরকারকে নানা ইস্যুতে তুলোধুনো করেন৷ তিনি বলেন, আমাদের দেশের পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে৷ গত ৬ বছরে বিজেপি সরকার দেশ পরিচালনা করতে গিয়ে একের পর এক জনবিরোধী নীতি গ্রহণ করছে৷ শ্রমজীবি মানুষ আজ বিপাকে পড়ছেন৷ প্রতিদিন আঘাত আনা হচ্ছে শিল্প ও কৃষির উপর৷ তিনি বলেন, দেশজুড়ে বিভাজনের রাজনীতি চলছে৷ বিচার ব্যবস্থার উপর আক্রমণ আনা হচ্ছে৷ গণতন্ত্র বিপন্ন হচ্ছে৷ কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে এদিনও কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনা করতে ভুলেননি বিরোধী দলনেতা৷ তাঁর মতে, ভারত সরকারের সচেতনার অভাবেই আজ করোনা সংক্রমণ এত বৃদ্ধি পেয়েছে৷ চীনে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ার পরেও ভারত সরকার সচেতন না হওযায় এর ফলে এটা বেড়েছে৷ তিনি সরকারের লকডাউন নিয়েও কড়া সমালোচনা করেছেন৷ এদিনের স্মরণসভায় মানিক দে, শংকর প্রসাদ দত্তরাও আলোচনা করেন৷ সামাজিক দূরত্ব বজায় রেখে হয় এদিনে স্মরণসভা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *