নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): সেনা মোতায়েন হোক, আক্রমণ হোক বা পাল্টা আক্রমণ হোক, জল-স্থল-বায়ুতে আমাদের সেনার যা করার দরকার তাই করছে। বর্তমানে আমাদের সেই ক্ষমতা আছে। শুক্রবার চিনা আগ্রাসন মোকাবিলায় ডাকা সর্বদল বৈঠকে একথা বলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ।
তিনি বলেন, চিন আমাদের আমাদের ভূখণ্ডে প্রবেশ করে নি এবং আমাদের কোনও পোস্টও দখল করে নি। লাদাখে আমাদের ২০ জন জওয়ান শহিদ হয়েছেন। কিন্তু যাঁরা ভারতমাতার দিকে চোখ তুলে দেখেছেন, তাঁদের সবক শিখিয়ে দিয়ে গিয়েছেন।’
এদিকে, কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীর তোলা গালওয়ানের ঘটনা কি গোয়েন্দা ব্যর্থতা নয়? প্রশ্নের জবাবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, ওই ঘটনায় কোনওরকম গোয়েন্দা ব্যর্থতা নেই।
গত মাসের গোড়ার দিক থেকে পূর্ব লাদাখ সীমান্তে চিনের সঙ্গে ভারতের বিবাদ শুরু হয়। গত সোমবার ১৫ জুন গালওয়ানে ভারত-চিন সংঘর্ষে পর সর্বদলীয় বৈঠকের ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের উপস্থিত ছিলেন বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এআইএডিএমকে, ডিএমকে, টিআরএস, জেডি(ইউ), বিজেপি, এলজেপি, বসপা, সপা, শিবসেনা, এনসিপি-সহ ২০ টি রাজনৈতিক দলের সভাপতিরা। পাশাপাশি প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ প্রমুখ ।