নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ ত্রিপুরা পুলিশকে আধুনিকীকরণের জোর দিয়েছে সরকার৷ কারণ, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রচেষ্টায় খুব দ্রুত ত্রিপুরা পুলিশে যুক্ত হচ্ছে তথ্য-প্রযুক্তি বিভাগ৷ সেই লক্ষ্যে প্রশিক্ষিত ৫০ জন তথ্য-প্রযুক্তিবিদ নিয়োগে ত্রিপুরা সরকার উদ্যোগ গ্রহণ করেছে৷ সাথে প্রযুক্তির যাবতীয় সরঞ্জামের ব্যবস্থা করা হচ্ছে৷ রাজ্য পুলিশ সূত্রে এই খবর জানা গেছে৷
প্রসঙ্গত, ইতিপূর্বে রাজ্য পুলিশের আধুনিকীকরণের উপর জোর দেওয়ার মতো কোনও যথাযথ উদ্যোগ লক্ষ্য করা যায়নি৷ পুলিশের প্রযুক্তিগত অভিজ্ঞতায় দুর্বলতা থেকে বের করে আধুনিক করার উদ্যোগ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবই প্রথম গ্রহণ করেছেন৷ ত্রিপুরা তিন দিক থেকে আন্তর্জাতিক সীমান্ত ঘেরা থাকায় পুলিশের আধুনিকীকরণের গুরুত্ব অনুভব করেছেন তিনি৷ ইতিপূর্বে ১০০ টোল ফ্রি নম্বরের মাধ্যমে পুলিশি পরিষেবা সাধারণ মানুষের দরজায় পৌঁছে দিয়েছেন তিনি৷ এখন তথ্য-প্রযুক্তি বিভাগ চালু হলে ত্রিপুরা পুলিশ আধুনিক কারিগরি সুবিধার আওতায় যুক্ত হবে৷ ত্রিপুরা পুলিশ খাতে ২০১৫-১৬ সালে খরচ করা হয়েছে ৩১৯.৬৫৬ লক্ষ টাকা৷ সেই তুলনায় বিজেপি-আইপিএফটি জোট সরকার সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে পুলিশের খরচের জন্য বাজেট বাড়িয়ে ২০১৯-২০ অর্থ বছরে ১০১৭.৯০৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে৷
এছাড়াও পুলিশ কর্মীর সংখ্যা বৃদ্ধির উপর জোর দিয়েছে ত্রিপুরা সরকার৷ নতুন করে ৫০০ পুলিশ কনস্টেবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে৷ পাশাপাশি, চালক পদে ৩৯৮ জন এসপিও-কে নিয়োগ করা হবে৷ তাছাড়া, ১১০০ এসপিও-কে অতিরিক্ত ডিউটির জন্য রাখা হবে৷