BRAKING NEWS

করোনা : বাংলাদেশ থেকে দুই শিশুসহ ১২২ জন নাগরিক ফিরলেন রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ করোনা-র প্রকোপে লকডাউনে বাংলাদেশে আটকে থাকা দুই শিশু সহ ১২২ জন ত্রিপুরার নাগরিক আজ ফেরত এসেছেন৷ আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে তাঁরা ত্রিপুরায় প্রবেশ করেছেন৷ তাঁদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তার পর তাঁদের প্রাতিষ্ঠানিক একান্তবাসে রাখা হয়েছে৷

ইতিপূর্বে বাংলাদেশে আটকে থাকা ১০৬ জন ত্রিপুরার নাগরিক গত ২৮ মে রাজ্যে ফিরে এসেছিলেন৷ তাঁদের মধ্যে ১০ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছিল৷ দ্বিতীয় দফায় আজ এবং আগামীকাল দু-দিনে ২৮৮ জন ত্রিপুরার নাগরিকদের বাংলাদেশ থেকে ফেরত আনার ব্যবস্থা করেছে বিদেশ মন্ত্রক৷

বৃহস্পতিবার বাংলাদেশ থেকে ১৩৪ জন ত্রিপুরার নাগরিকদের ফিরে আসার সূচি নির্ধারিত হয়েছিল৷ কিন্তু, দুই শিশু সহ ১২২ জন ত্রিপুরার নাগরিক বাংলাদেশ থেকে ফিরেছেন৷ এ-বিষয়ে ল্যান্ড পোর্ট অথরিটির আগরতলা ম্যানেজার দেবাশিস নন্দি জানান, আজ বাংলাদেশ ফেরত এই সকল ত্রিপুরার নাগরিকদের মধ্যে একটি দেড় মাসের এবং একটি ৯ মাসের শিশু রয়েছে৷ তিনি বলেন, এবার আইসিপি-তে বিশেষ সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে৷ গত ২৮ মে বাংলাদেশ ফেরত ত্রিপুরার নাগরিক করোনা সংক্রমিতদের সংস্পর্শে বিএসএফ সহ ৯ জন করোনা আক্রান্ত হয়েছিলেন৷ ওই বিপদ এড়াতে সকলকে বিশেষভাবে সতর্ক করা হয়েছিল আজ৷ তাঁর কথায়, ত্রিপুরার নাগরিকদের গ্রহণে যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছিল শুধুমাত্র তাঁরাই সেখানে উপস্থিত ছিলেন৷

এদিকে, বাংলাদেশের আখাউড়ায় লোকনাথ সেবাশ্রমে শান্তিবন মহাশ্মশানে আশ্রিত ঊষাবাজারের একটি পরিবার আজ একইসাথে ত্রিপুরায় ফিরে এসেছেন৷ করোনা-র প্রকোপে লকডাউনে ওই পরিবারটি আটকা পড়েছিলেন৷ তাঁরা দীর্ঘদিন ওই আশ্রমে আশ্রিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *