নয়াদিল্লি, ১৮ জুন (হি. স.): পূর্ব লাদাখের গালওয়ানে চিনা আগ্রাসনের বিরুদ্ধে গোটা দেশ ক্ষোভ ফুটছে। এমন পরিস্থিতিতে একটি চিনা কোম্পানির সঙ্গে ৪৭১ কোটি টাকার চুক্তি বাতিল করল ভারতীয় রেল। রেলের তরফে জানানো হয়েছে যে কাজের গতি শ্লথ হওয়ার কারণেই এই চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে।ডেডিকেটেড ফ্রন্ট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া ২০১৬ সালের জুনে বেজিংয়ের ন্যাশনাল রেলওয়ে রিসার্চ এন্ড ডিজাইন ইনস্টিটিউট অফ সিগন্যালিং এন্ড কমিউনিকেশন গ্রুপ লিমিটেডের চুক্তি করে। কিন্তু আজ সেই চুক্তি থেকে বেরিয়ে এল ভারতীয় রেল।
উল্লেখ করা যেতে পারে, ডেডিকেটেড ফ্রন্ট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া ভারতীয় রেলের অধীনস্থ একটি রাষ্ট্রায়াত্ত কোম্পানি। বর্তমানে কানপুর- দীন দয়াল উপাধ্যায় রোড মধ্যে ৪১৭ কিলোমিটার বিস্তৃত রেল লাইনে সিগন্যালিং বসানোর কাজ করছে এই সংস্থা। ডেডিকেটেড ফ্রন্ট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে চুক্তি করার প্রায় চার বছর পরে মাত্র ২০ শতাংশ কাজ করেছে এই চিনা সংস্থা। তাই বাতিল করা হল।