BRAKING NEWS

বিস্তারবাদ নীতির জন্যই ধ্বংস হবে চিনের, দাবি বিশ্ব হিন্দু পরিষদের

নয়াদিল্লি, ১৮ জুন (হি. স.):  পূর্ব লাদাখের গালওয়ানে চিনা আগ্রাসনের বিরুদ্ধে গোটা দেশ ক্ষোভে ফুটছে।এমন পরিস্থিতিতে শহীদ সেনা জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে চিনের বিরুদ্ধে সরব হল বিশ্ব হিন্দু পরিষদ। বিস্তারবাদী মানসিকতার জন্যই পতন হবে চিনের বলেই মন্তব্য  করা হয়েছে  বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে । বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় মহামন্ত্রী মিলিন্দ পারাণ্ডে এক বিবৃতি জারি করে বলেছেন, চিনকে বুঝতে হবে এটা ১৯৬২ সাল নয়, ২০২০ ভারত।

যার সক্ষম নেতৃত্ব, সৈন্য শক্তি এবং ঐক্যবদ্ধতা গোটা বিশ্ব ভাল করেই জানে।করোনার মাধ্যমে গোটা বিশ্বের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে কয়েক লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়ে চিন যে কুট চক্রান্ত করেছে, তা গোটা বিশ্ব বুঝতে পারছে। নিজেদের পাপকে আড়াল করার চেষ্টা করছে চিন। দুনিয়ার নজর তারা অন্যত্র ঘোরাতে চাইছে।কুদৃষ্টি দেওয়া চিনকে যোগ্য জবাব দেবে ভারতীয়রা। আখশাই চিন ভারতের ছিল, আছে ও থাকবে। চিনের কুকীর্তিকে গোটা বিশ্বের সামনে তুলে ধরবে ভারত। চিনকে পুরোপুরি পিষে মারতে হবে। তা না হলে তারা শোধরাবে না।

চিনা পণ্য বর্জন এবং মোবাইল অ্যাপ তাগ করতে হবে। এমনটা করলে চিনের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়বে। ভারতের প্রতিটি বাড়িতে গিয়ে চিনের বিরুদ্ধে প্রচার চালাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *