BRAKING NEWS

বেঙ্গালুরু থেকে ফিরলেন ২৫০ জন পরিযায়ী শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ রেল লাইন বন্ধ৷ ফলে, সড়কপথে গুয়াহাটি থেকে ফিরলেন ত্রিপুরার পরিযায়ী শ্রমিকরা৷ গতকাল ২৫০ জন পরিযায়ী শ্রমিক ট্রেনে বেঙ্গালুরু থেকে গুয়াহাটি পৌঁছেছেন৷ কিন্তু পাহাড় লাইনে ধসের কারণে রেল বন্ধ থাকায় বাসে চেপে আজ চোরাইবাড়ি পৌঁছেছেন তাঁরা৷


ভারী বৃষ্টিপাতে পাহাড় লাইনে ধস পড়েছে৷ তাতে ত্রিপুরা থেকে দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে৷ বহিঃরাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়েও ট্রেন আসতে পারছে না৷ এরই মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে বিভিন্ন রাজ্য পরিযায়ী শ্রমিকদের ফেরত পাঠাচ্ছে৷ তেমনি বেঙ্গালুরু থেকে ২৫০ জন পরিযায়ী শ্রমিক গতকাল ট্রেনে গুয়াহাটি পৌঁছেছেন৷ ত্রিপুরা সরকার তাঁদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য বাসের ব্যবস্থা করেছে৷ আজ বুধবার তাঁরা চোরাইবাড়ি প্রবেশ করেছেন৷


ত্রিপুরায় ফেরার পর ওই পরিযায়ী শ্রমিকদের মধ্যে উত্তর ও ঊনকোটি জেলার বাসিন্দাদের নমুনা সংগ্রহের পর চোরাইবাড়ি খেরেঙজুড়িস্থিত জওহর নবোদয় বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক একান্তবাসে রাখার ব্যবস্থা করা হয়েছে৷ অন্য পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ জেলায় নিয়ে নমুনা সংগ্রহের পর প্রাতিষ্ঠানিক একান্তবাসে রাখার ব্যবস্থা করা হবে৷ এক্ষেত্রে প্রশাসনের তরফে তাদের নিজ নিজ জেলায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *