BRAKING NEWS

শহীদ জাওয়ানদের বীরত্বকে কুর্নিশ রাষ্ট্রপতির

নয়াদিল্লি, ১৭ জুন (হি. স.): গালওয়ানে চীনা হামলায় শহিদ জওয়ানদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার বিকেলে নিজের টুইট বার্তায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, ভারতীয় সেনাবাহিনীর পরম্পরাকে বজায় রেখে লাদাখের গালওয়ানে সর্বোচ্চ বলিদান দিয়েছে জওয়ানরা। জাতির স্মৃতিতে তাদের বীরত্বের গাথা স্মরণীয় হয়ে থাকবে। তাদের পরিবারবর্গকে সমবেদনা জানাই।সামরিক বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসেবে আমাদের সেনা জওয়ানদের অসাধারণ বীরত্ব এবং আত্মত্যাগকে কুর্নিশ জানাই। দেশের অখন্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে তারা নিজেদের জীবনের সর্বোচ্চ বলিদান দিয়েছে।

উল্লেখ করা যেতে পারে ১৫ জুন, সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ানে টহলরত ভারতীয় সেনা জওয়ানদের ওপর অতর্কিতে হামলা চালায় ধূর্ত লালফৌজ। লোহার রড এবং সিমেন্টের রড দিয়ে হামলা চালায় তারা। পাল্টা যোগ্য জবাব দেয় ভারত। শুরু হয় দুই তরফের জওয়ানদের মধ্যে তুমুল হাতাহাতি। শহীদ হন ভারতের এক কর্নেল সহ কুড়ি জন জওয়ান। প্রাণ হারায় ৪৩ জন চীনা ফৌজ। এরপরে দুই তরফের উত্তেজনার পারদ চরমে ওঠে।. বুধবার কয়েক দফায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে উপস্থিত ছিলেন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। চীনা বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গালওয়ান কান্ডের ফলে দুই দেশের সম্পর্কের অবনতি হতে পারে সেই বিষয়ে চিনা বিদেশমন্ত্রীকে সতর্ক করেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দেন যে দেশের অখন্ডতা এবং সার্বভৌমত্ব নিয়ে কোনো রকমের আপস করা হবে না।যেই সকল জওয়ানরা পূর্ব লাদাখের শহীদ হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই সকল জওয়ানরা চীনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। এদিন চীনের বিরুদ্ধে গোটা ভারতজুড়ে সর্বাত্মক স্বতস্ফূর্ত বিক্ষোভ প্রদর্শন করা হয়। দিল্লির চিনা দূতাবাসের সামনেও দেখানো হয় এই বিক্ষোভ। চীনা পণ্য বয়কট করার ডাক দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *