পাটনা, ১৬ জুন (হি. স.): দলিতদের বিভ্রান্ত করার বদলে আরজেডির উচিত কোনও দলিতকে নিজেদের দলের তরফ থেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা বলে জানিয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ রবীন্দ্র কিশোর সিনহা।
বিহার বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, তত আরজেডির দলিত প্রেম বৃদ্ধি পাচ্ছে। কিন্তু গোটাটাই আরজেডির লোক দেখানো খেলা বলে দাবি করেছেন তিনি।১৯৯০ সালের একটি প্রসঙ্গ তুলে ধরে রবীন্দ্র কিশোর সিনহা জানিয়েছেন, পরিষদীয় দলনেতার হওয়ার উদ্দেশ্যে ষড়যন্ত্র করে দলিত নেতা রামসুন্দর দাসকে হারানোর জন্য তৃতীয় একজনকে প্রার্থী করে ১২ ভোটের ব্যবধানে নিজে জিতে গিয়েছিলেন লালুপ্রসাদ যাদব।এর পরেই মুখ্যমন্ত্রীর পদে বসেন লালুপ্রসাদ যাদব। স্বধীনতার পরে দলিতদের প্রতি সব থেকে বেশি শোষণ লালু ও রাবরির ১৫ বছরের শাসনকালে হয়েছিল। সেই সময় যারা আরজেডিকে ভোট দেননি তাদের চিহ্নিত করে বিভিন্ন জেলায় পেটানো হত। এমনকি রাজ্য ছাড়তেও বাধ্য করা হত। ফলে তারা রুটিরুজির জন্য ভিন রাজ্যে যেতে বাধ্য হত। আরজেডি যদি প্রকৃত দলিত দরদী হয় তবে তাদের উচিত কোনও দলিত নেতাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা।