কলকাতা, ১৬ জুন (হি. স.) : আগামী রবিবার আংশিক সূর্যগ্রহণ। নানাভাবে দিবসটি উদযাপন করবে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামসের অধীন কলকাতার বিড়লা শিল্প ও কারিগরী সংগ্রহশালা (বিআইটিএম)।
চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোন দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় (কিছু সময়ের জন্য)। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। চাঁদ সূর্যের আংশিক ঢেকে রাখায় সংঘটিত হয় আংশিক সূর্যগ্রহণ।
রবিবার সকাল ১০টা ৪৬ থেকে দুপুর ২টো ১৭ পর্যন্ত শক্তিশালী দূরবীনের সাহায্যে ওয়েবকাস্টে দেখানো হবে আংশিক সূর্যগ্রহণ। থাকবে প্রশ্নোত্তর ও ছবি আঁকার প্রতিযোগিতা। ১০টা থেকে ৪৫ মিনিটের প্রশ্নোত্তরের বিষয় গ্রহণ। গ্রহণ নিয়ে হরেক সংস্কার রয়েছে মানুষের মনে। সেগুলোই হবে ছবির বিষয়। রবিবার বেলা ১০টা থেকে চারটের মধ্যে স্ক্যান করা ছবি মেল করে পাঠাতে হবে বিআইটিএম-এ।