ভুবনেশ্বর, ১৪ জুন (হি. স.): ওডিশার মহানদীতে পাওয়া গেল ৫০০ বছরের পুরনো মন্দিরের হদিস। জানা গিয়েছে মন্দিরটি উচ্চতায় ৬০ ফুট লম্বা।
রবিবার নেশনাল ট্রাস্ট ফর আর্ট এন্ড কালচারাল হেরিটেজের প্রজেক্ট কো অর্ডিনেটর অনিল ধির জানিয়েছেন, কটকের পদ্মাবতী এলাকার বাদীসরে অর্ধ ডুবন্ত অবস্থায় মন্দিরটি খোঁজ মিলেছে। মন্দিরটি সংরক্ষণের জন্য ভারতীয় প্রত্নত্ত্ব বিভাগের সাহায্য চাওয়া হবে। মন্দিরটিকে তুলে অন্যত্র স্থাপন করা হবে। মস্ককা শৈলীতে মন্দিরটি গড়ে তোলা হয়। এছাড়াও আরও ৬৫ টি মন্দিরের খোঁজ পাওয়া গিয়েছে।মনে করা হচ্ছে প্রাচীন কালে সেখানে নদীর তার ধারা পরিবর্তন করেছিল। তার জেরেই এমন হয়েছে।

