BRAKING NEWS

বিরাটকে বল করা খুব কঠিন, মানলেন অফগান বিস্ময়

নয়াদিল্লি, ১৪ জুন (হি. স.):  ভারত অধিনায়ক বিরাট কোহলিকে বল করা খুব কঠিন বলে মনে করেন আফগানিস্তান ক্রিকেটের বিস্ময় স্পিনার রাশিদ খান। ইনস্টাগ্রামে ভারতীয় স্পিনার যুবেন্দ্র চাহালের সঙ্গে আলাপচারিতায় এই কথা জানান রাশিদ খান।আফগানিস্তানের স্পিনারের কথায় ছোট মাঠে বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল ও আন্দ্রে রাসেলকে বল করা খুব কঠিন কাজ। স্বল্প সময়ে টি ২০ ক্রিকেটের ক্ষেত্রে পিচ থেকে খুব একটা সাহায্য মেলে না  ফলে এইসব কিংবদন্তি ক্রিকেটারের বিরুদ্ধে বল করাটাও একটা কঠিন কাজ হয়ে দাঁড়ায়। ভারতের মাটিতে দাঁড়িয়ে আইপিএল খেলাটা যে তার জীবনের স্বপ্ন ছিল সেটা ব্যক্ত করতে গিয়ে রাশিদ খান বলেন, আইপিএল খেলার আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলেছিলাম। কিন্তু আইপিএল খেলার অভিজ্ঞতা একেবারে আলাদা। বিশ্বের সমস্ত নামকরা ক্রিকেটাররা এই টুর্নামেন্ট খেলে। কোচিং স্টাফ দুর্দান্ত  আরসিবির হয়ে আইপিএলে প্রথম ম্যাচ খেলার অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে এই আফগান ক্রিকেটার বলেন, প্রথমবার বল করতে নেমে একটু টেনশনে ছিলাম। উইকেট পাওয়ার পর আত্মবিশ্বাস ফিরে পাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *